ইরানের হামলায় ক্ষয়ক্ষতির যে ছবি প্রকাশ করল ইসরায়েল

এই হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে গত শনিবার ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

আজ সোমবার আইডিএফের বরাত দিয়ে বিবিসি দুটি ছবি প্রকাশ করে।

ছবি দুটিতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রর আঘাতে একটি রাস্তায় এবং এয়ারবেজের কাছে একটি ফাঁকা জায়গায় গর্ত তৈরি হয়েছে।

নেভাটিম এয়ারবেসের কাছে তৈরি হওয়া একটি গর্ত। ছবি: আইডিএফ

গত সপ্তাহে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলি হামলার পর পাল্টা হামলা হিসেবে শনিবার ইসরায়েলে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

এই প্রথম তেহরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো।

ইরানের হামলার পর পাল্টা হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার বৈঠকে বসেছিল ইসরায়েল। তবে, বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলি পাল্টা হামলায় যোগ দেবে না।

 

Comments

The Daily Star  | English
Abdus Sabur Liton - Chattogram councillor tobacco smuggling activities

A councillor and his illicit tobacco trade

A significant share of Bangladesh’s illegal cigarette market is controlled by two companies where Chattogram City Corporation (CCC) Councillor Abdus Sabur Liton and his brother have the majority stakes, an investigation by The Daily Star has found.

12h ago