বিশ্বকাপের প্রথম চার, প্রথম ছয়, প্রথম উইকেট

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ভারতের মাটিতে বৃহস্পতিবার শুরু হলো ২০২৩ আইসিসি বিশ্বকাপ। গত আসরের দুই ফাইনালিস্টের মধ্যকার উদ্বোধনী লড়াইয়ের ভেন্যু বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম— আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। টস হেরে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড আগে ব্যাটিংয়ে নেমেছে। তাদের ওপেনিং ব্যাটার জনি বেয়ারস্টো মারলেন এবারের আসরের প্রথম চার ও ছক্কা। গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি নিলেন প্রথম উইকেট। ছবি: রয়টার্স
নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। ওই ওভারের পঞ্চম বলে ড্রাইভ করে চার মারেন তিনি। ছবি: রয়টার্স
ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে বিদায় নেন ইংল্যান্ডের ওপেনার ডাভিড মালান। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির বলে উইকেটের পেছনে টম ল্যাথামের গ্লাভসবন্দি হন তিনি। ছবি: রয়টার্স